Logo
Logo

আন্তর্জাতিক

নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্প, ৪০ মিনিটে ৫ আফটার শক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫

নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্প, ৪০ মিনিটে ৫ আফটার শক

প্রতীকী ছবি

হিমালয় অঞ্চলের দেশ নেপালে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১। ভূমিকম্পের পর প্রায় ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৫টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং নেপালের স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর পরবর্তী প্রায় ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৫টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে। যেগুলোর মাত্রা রিখটার স্কেলে ৫ এর বেশি বা এর কাছাকাছি। 

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫.১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪.৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪.৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪.৯ মাত্রার আরেকটি আফটার শক আঘাত হানে। 

এদিকে সকালের শক্তিশালী ভূমিকম্পটি ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে।

এমআই/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর