নাইজেরিয়ায় স্কুলে বোমা হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১১:৫২
ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার রাজধানী আবুজার কাছে একটি স্কুলে বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) আবুজার কাছে সাঙ্গাগাইয়ার সানি উসমান ইসলামিয়া স্কুলে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ডয়চে ভেলে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনায় তারা উত্তরাঞ্চলীয় রাজ্য কাতসিনা থেকে তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে।
বিস্ফোরকের অবশিষ্টাংশ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, বিস্ফোরকটি আইইডি ছিল। স্কুলের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্কুলের মালিকের সঙ্গে দেখা করতে আসা তিন ব্যক্তি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্কুলে নিয়ে আসে।
পুলিশের মুখপাত্র জোসেফিন আদেহ বলেন, 'দুঃখজনকভাবে, স্কুলের বারান্দায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) টেম্পারিং করার সময় বিস্ফোরণে দুই ব্যক্তি মারা গেছেন। তৃতীয় পুরুষ ও এক নারী ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন এবং তারা পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
তবে বোমা বিস্ফোরণের সময় শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত ছিল কিনা তা জানা যায়নি।
এসবি