ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা মার্কিন সিনেটরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
ছবি : সংগৃহীত
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে সম্ভাব্য সবকিছু করবেন বলে জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার (৬ জানুয়ারি) এ ঘোষণা করেন তিনি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যান্ডার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র অবশ্যই (ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন) নেতানিয়াহুর চরমপন্থি সরকারের কাছে আরও বোমা পাঠাতে পারে না। যে সরকার ইতোমধ্যে ৪৫ হাজার মানুষকে হত্যা করেছে; গাজার আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এবং মানবিক সহায়তা অবরুদ্ধ করে অনাহার সৃষ্টি করেছে।’
এক্স পোস্টে তিনি বলেন, 'এসব অস্ত্র বিক্রি বন্ধে আমি যথাসাধ্য চেষ্টা করব।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সঙ্গে ৮০০ কোটি ডলারের প্রস্তাবিত অস্ত্র চুক্তির বিষয়ে কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করার পর তিনি এ মন্তব্য করেন।
কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত অস্ত্র বিক্রয়ের মধ্যে ড্রোন, ১৫৫ মিমি আর্টিলারি শেল, ছোট ব্যাসের বোমা, ৫০০ পাউন্ড ওয়ারহেড, বোমা ফিউজ এবং অন্যান্য সম্পর্কিত সরঞ্জামসহ এয়ার অ্যাটাকের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য এআইএম -১২০ সি -৮ এএমআরএএএম এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অনবরত হামলার মাধ্যমে ৪৫ হাজার ৬৫০ জনেরও বেশি ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েল। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনার মুখোমুখি হয়েছে।
বেশ কিছু মানবাধিকার সংস্থা, স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা এবং ডেমোক্র্যাট আইনপ্রণেতারা মার্কিন আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে ইসরায়েলে অস্ত্র স্থানান্তর বন্ধ করার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।
এসবি