Logo

আন্তর্জাতিক

ভারতে আরও ১টি প্রাচীন মসজিদকে মন্দিরে রূপান্তরের ষড়যন্ত্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

ভারতে আরও ১টি প্রাচীন মসজিদকে মন্দিরে রূপান্তরের ষড়যন্ত্র

ছবি : সংগৃহীত

ভারতে আরও একটি প্রাচীন মসজিদকে মন্দিরে রূপান্তরের ষড়যন্ত্র করা হচ্ছে। জামা মসজিদ নামের ঐতিহাসিক এ স্থাপনাটি দেশটির উত্তর প্রদেশের আলিগড়ে অবস্থিত। 

ভারতীয় একটি পত্রিকায় দাবি করা হয়েছে, মুঘল আমলের শেষাংশে প্রায় ৩০০ বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়।

কিন্তু এরও আগে এটি বৌদ্ধ মন্দির, জৈন মন্দির এবং হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল বলে আলিগড় দায়রা আদালতে দাবি করেছেন এক সমাজকর্মী।

ওই কর্মীর নাম পণ্ডিত কেশব দেও গৌতম। তিনি আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি দফতরের কাছে তথ্য জানার অধিকার আইনে দলিল-দস্তাবেজ সংগ্রহ করে তার ভিত্তিতে মামলা করেছেন।

সাংবাদিকদের তিনি জানান, আদালত এই মামলার শুনানির দিন ধার্য করেছে আগামী ১৫ ফেব্রুয়ারি। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর