ইসরায়েলি তাণ্ডবের মধ্যেও গাজায় মেয়েদের কোরআন প্রতিযোগিতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১৩:০২
গাজায় মেয়ে হাফেজাদের পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
দখলদার ইসরায়েলের চলমান তাণ্ডবের মধ্যেও ফিলিস্তিনের গাজায় মেয়ে হাফেজাদের পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) আলজাজিরা মুবাশির জানিয়েছে, গাজা উপত্যকার একটি বিধ্বস্ত বাড়িতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এতে অংশ নেন এখানকার নানা বয়সী মেয়ে হাফেজারা।
আয়োজকদের মধ্যে দুজন রানিম ও আয়াত। তারা আবার দুই সহোদরাও। আলজাজিরাকে আয়াত ও রানিম নিশ্চিত করেছেন, ইসরায়েলের ধারাবাহিক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজার মেয়েদের মধ্যে কোরআন হিফজের আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি।
মেয়েরা কঠিন রাস্তা ধরে ধ্বংসস্তূপ মাড়িয়ে প্রায় সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বাড়িটিতে কোরআন চর্চার জন্য আসেন। যেখানে বেশি মানুষের সমাগমে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান ওই দুই সহোদরা।
রানিম বলেন, কঠিন এ পরিস্থিতি এবং ভগ্ন হৃদয় নিয়েও আমরা শিক্ষার্থীদের কোরআনে কারিম হিফজ করাচ্ছি। এটা অনেক সওয়াবের কাজ। মেয়েদের মধ্যে কোরআন মুখস্তের প্রতি বেশ আগ্রহ ও উৎসাহ আছে। যদিও তাদের অনেকে ইসরায়েলি হামলায় তাদের পরিজন হারিয়েছে।
সানদিস নামের এক শিক্ষার্থী বলেন, যুদ্ধের মধ্যে কিংবা যুদ্ধের আগে-পরে সর্বদাই পবিত্র কোরআন আমাদের জন্য নুর। কোরআন আমাদের প্রশান্তি দেয়। আমরা কোরআন পাঠে নিরাপত্তা ও নির্ভয় অনুভব করি।
সূত্র : আলজাজিরা মুবাশির