Logo
Logo

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলসে দাবানল

লুটপাট বাড়ায় সেনা মোতায়েন, নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১২:০৮

লুটপাট বাড়ায় সেনা মোতায়েন, নিহত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। এর আগে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছিল।

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস মেডিক্যাল এক্সামিনার কাউন্টি এক বার্তায় জানিয়েছে, এসব মরদেহ শনাক্ত করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কারণ মেডিকেল পরীক্ষক বিভাগ আগুনের পরিস্থিতি ও নিরাপত্তার কারণে সব জায়গায় যেতে পারছে না।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বলছে, শহরের উডল্যান্ড হিলস এলাকায় আগুন লাগানোর অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করেছে।

আগুনে পুড়ে যাওয়ার বিভিন্ন আবাসিক এলাকায় লুটপাট ও চুরির ঘটনা বেড়েছে। এর ফলে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। দাবানলের সময় লুটপাটের অভিযোগে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম সেনা মোতায়নের বিষয়ে এক্স পোস্টে বলেন, ‘মানুষ না থাকায় সুযোগে লুটপাট একেবারেই অসুস্থ চিন্তা-ভাবনা। কোনোভাবেই লুটপাট সহ্য করা হবে না।’

বর্তমানে লস অ্যাঞ্জেলেসের পাঁচটি এলাকায় আগুন জ্বলছে। এগুলোর মধ্যে সবচেয়ে দাবালন প্যালিসেড এলাকায়। প্রশান্ত মহাসাগরে তীরের এই এলাকার প্রায় ২০ হাজার একর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মাত্র ছয় শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর ইটন এলাকায় প্রায় ১৪ হাজার একর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। তৃতীয় সবচেয়ে বড় আগুনের ঘটনা কেনেথ এলাকায়। পাঁচটি দাবানলের মধ্যে এটিই সবচেয়ে নতুন। ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হিলসের লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির প্রায় ৯৬০ একর এলাকা জুড়ে এ ছড়িয়ে পড়ে।

চতুর্থ স্থানে থাকা হার্স্ট এলাকার দাবানলের মাত্র ১০ শতাংশ নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিস। সিলমারের কাছে প্রায় ৭০০ একর এলাকা পুড়ে গেছে।

সবচেয়ে কম দাবানল লিডিয়া এলাকায়, যেখানে ৪০০ একর এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাক্টন শহরের সোলেদাদ ক্যানিয়ন রোডের কাছের এই দাবানলের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর