ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ‘নিঃশর্ত মুক্তি’ দিয়েছেন দেশটির একটি আদালত। এই রায়ের ফলে তাকে জেলে যেতে হবে না বা অন্য কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না।
শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি জুয়ান মারচান ট্রাম্পকে নিঃশর্ত অব্যাহতি দিলেও তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড থাকছে। তবে হোয়াইট হাউস পুনর্দখলে ট্রাম্পের প্রচেষ্টার বিরুদ্ধে মামলা বন্ধ হয়ে গেছে।
ফলে ট্রাম্পই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েও দায়িত্ব গ্রহণ করবেন।
বিচারপতি মারচান বলেন, মার্কিন সংবিধান প্রেসিডেন্টদের ফৌজদারি বিচার থেকে রক্ষা করায় তিনি ট্রাম্পের কারাদণ্ড, জরিমানা বা শর্ত সাপেক্ষে মুক্তি থেকে এই সাজা আরোপ করছেন। তবে তিনি বলেন, অফিসকে যে সুরক্ষা দেওয়া হয়েছে তা "অপরাধের গুরুত্ব হ্রাস করে না বা কোনোভাবেই তার কমিশনকে ন্যায্যতা দেয় না।
মেরচান বলেছেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড, জরিমানা বা প্রবেশন (শর্তসাপেক্ষ মুক্তি) থেকে বাঁচিয়ে যে শাস্তি দিচ্ছেন, তা মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টদের ফৌজদারি বিচার থেকে রক্ষা করে।
তবে তিনি বলেন, এই পদবীর জন্য যে সুরক্ষা প্রদান করা হয়েছে, তা অপরাধের গুরুত্ব কমায় না বা কোনোভাবেই তার সংগঠনকে যুক্তিসংগত করে না।
তিনি আরও বলেন, এই সুরক্ষাগুলোর অসাধারণ প্রভাব সত্ত্বেও, তারা বিচারকদের রায় মুছে ফেলার শক্তি রাখে না।
এদিকে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং দোষী সাব্যস্ত হওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
রায় ঘোষণার আগে তিনি বলেন, 'আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি।’
প্রসঙ্গত, গত বছরের মে মাসে নিউইয়র্কের একটি আদালত পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন স্টর্মি ড্যানিয়েলকে ট্রাম্পের পক্ষে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন। যেন ড্যানিয়েল নবনির্বাচিত ট্রাম্পের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি গোপন রাখে। বিষয়টিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির ৩৪টি অভিযোগ আনা হয়েছিল।
এসবি