Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইইউ প্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:৪০

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইইউ প্রধান

ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনকে আসন্ন ২০ জানুয়ারির যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। শুক্রবার (২০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুখপাত্র পলা পিনহো এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমন্ত্রণপত্র দেওয়া হয়নি এবং শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। তবে আমরা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের আশা করছি।’ 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন কিনা জানতে চাইলে পিনহো বলেন, 'যুক্তরাষ্ট্রে নির্বাচনের পরপরই ভন ডার লিয়েন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। তারপর থেকে আর কোনও যোগাযোগ হয়নি।’

প্রথাগতভাবে, মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয় না। তবে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। 

প্রসঙ্গত, ভন দার লিয়েন সাম্প্রতিক সময়ে তীব্র নিউমোনিয়ায় ভুগছেন। চার বছর আগে জো বাইডেনের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভন দার লিয়েন জানান, আমাদের নাগরিকদের সুরক্ষা এবং গণতন্ত্র ও স্বাধীনতার সুরক্ষায় ইইউ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার, এবং আমরা ট্রান্সআটলান্টিক সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। 

ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা শঙ্কিত। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতিশ্রুতি ইউরোপীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা চান, যুক্তরাষ্ট্র ইউরোপের বিরুদ্ধে কোনো অস্বস্তিকর সমঝোতা চাপিয়ে না দেয়। 

এছাড়া ট্রাম্পের সম্ভাব্য বাণিজ্য শুল্ক আরোপ নিয়েও ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর