Logo

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

জাপানে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) ৯টা ১৯ মিনিটে দেশটির মিয়াজাকি উপকূলের নিকটবর্তী ফিলিপাইন সাগরে এ ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের এ মাত্রা নিশ্চিত করেছে। এছাড়া ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারও এ তথ্য জানিয়েছে।

ভূ-পৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) এবং এটি অনেকটা এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে। 

ডিআর/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর