যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ এখন দুর্বল : বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০০
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ তার শাসনামলের আগের অবস্থার চেয়ে দুর্বল বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক সংকট অমীমাংসিত রয়ে যাওয়া সত্ত্বেও, সোমবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র নীতিতে তার সাফল্য তুলে ধরার লক্ষ্যে এ মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ভয়েস অব আমেরিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের এক সপ্তাহ আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টে দেওয়া এক বিরল ভাষণে, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনকে এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলকে দেওয়া তার প্রশাসনের সমর্থন ফলাও করে তুলে ধরেন।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী প্রতিযোগিতায় জয়ী হচ্ছে এবং অর্থনৈতিকভাবে চীন তাদের টপকাতে পারবে না। অন্যদিকে, রাশিয়া এবং ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, চার বছর আগের তুলনায়, আমেরিকা আরও শক্তিশালী। আমাদের জোটগুলো আরও শক্তিশালী, আমাদের প্রতিপক্ষ ও প্রতিযোগীরা আরও দুর্বল। এসব করতে আমরা কোনো যুদ্ধ করিনি।
এদিকে অসমাপ্ত রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংকটে যুক্তরাষ্ট্রের কার্যক্রম। ইউক্রেন-রাশিয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। সংঘাত চলছে ফিলিস্তিন-ইসরায়েলেও। তবে কর্মকর্তারা আশা করছেন ২০ জানুয়ারি বাইডেন হোয়াইট হাউস ত্যাগ করার আগেই ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে একটি চুক্তির আয়োজন করা যাবে।
এ সম্পর্কে বাইডেন বলেন, হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে লড়াই বন্ধ করে মানবিক সাহায্য নিশ্চিত করার লক্ষে আলোচকরা একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে।
এসময় তিনি বলেন, ‘এত নিরপরাধ মানুষ নিহত হয়েছে, এত সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে, শান্তি ফিলিস্তিনি জনগণের প্রাপ্য।’
এদিকে গাজায় ইসরায়েলের হামলার সময় অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক সমর্থন দেওয়ার জন্য বাইডেন সমালোচনার মুখে পড়েছেন।
সোমবার মার্কিন পররাষ্ট্র বিভাগের বাইরে বিক্ষোভকারীরা বাইডেনকে লক্ষ্য করে ‘যুদ্ধাপরাধী’ বলে চিৎকার করে। কেউ কেউ প্ল্যাকার্ড তুলে ধরে, আবার কেউ কেউ লাল রং ছুঁড়ে দেয়, যার উদ্দেশ্য ছিল রক্ত বোঝানো।
প্রসঙ্গত, হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে, ইসরায়েলের হিসেব অনুযায়ী ১ হাজার ২০০জনকে হত্যা এবং ২৫০জনকে জিম্মি করে।
এরপর থেকে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ হাজার মানুষ নিহত হয়েছে। উপত্যকাটির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে এবং ২৩ লাখেরও বেশি বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র : ভয়েস অব আমেরিকা, রয়টার্স।
এসবি