দাবানলে ক্ষতিগ্রস্তদের ৭৭০ ডলার সহায়তা দেওয়া হবে : বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:২০
ছবি : সংগৃহীত
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তরা এককালীন ৭৭০ ডলার করে সহায়তা পাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৩ জানুয়ারি) এ কথা জানান তিনি। এছাড়া, দাবানলের পর পুনরুদ্ধারের জন্য হাজার হাজার কোটি ডলার খরচ হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন জানান, এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ এই সহায়তা পেতে নিবন্ধন করেছেন এবং ৫.১ মিলিয়ন ডলার ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।’
জরুরি কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ফেডারেল সরকার আগামী ১৮০ দিন ধরে অগ্নিনির্বাপণকারীদের অতিরিক্ত বেতন, ধ্বংসাবশেষ অপসারণ এবং অস্থায়ী আশ্রয় সরবরাহের মতো বিষয়গুলোর ১০০% খরচ বহন করবে। তবে লস অ্যাঞ্জেলেসকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে বেশ বড় পরিমাণ অর্থের প্রয়োজন হবে।’
বাইডেন আরও জানান, ‘কংগ্রেসকে সামনে এসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে।’
লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের সহায়তা করতে তিনি সব ধরনের পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার শুরু হওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪ জন মারা গেছেন এবং ১২ হাজারেরও বেশি বাড়ি, ব্যবসা ও উপাসনালয় পুড়ে গেছে।
ক্যালিফোর্নিয়া বন ও অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, ইটন, প্যালিসেডস, কেনেথ এবং হার্স্ট নামে চারটি বড় অগ্নিকাণ্ডে ৪০ হাজার একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। যদিও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবুও বিশেষজ্ঞরা আশা করছেন শীঘ্রই এর সমাধান হবে।
বাইডেন বলেন, ‘রাষ্ট্রীয়, স্থানীয় এবং ফেডারেল অগ্নিনির্বাপণকারী দলগুলো দাবানলকে নতুন এলাকায় ছড়িয়ে পড়া থেকে আটকাতে সক্ষম হয়েছে।’
তিনি জানান, ‘প্যাসিফিক প্যালিসেডসে ১৪%, পাসাডেনায় ৩৩%, সিলমারে ৯৫% এবং ভেনচুরায় ১০০% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
এসবি