প্রথম শুনানিতে অনুপস্থিত অভিশংসিত দ.কোরিয়ার প্রেসিডেন্ট
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:০৭
![প্রথম শুনানিতে অনুপস্থিত অভিশংসিত দ.কোরিয়ার প্রেসিডেন্ট](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/14/0c361e575c26a34f45-(1)-67861b5e6c026.jpg)
ছবি : সংগৃহীত
সামরিক আইন জারি প্রচেষ্টার বিচারের প্রথম শুনানিতে উপস্থিত হতে অস্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইউন অভিশংসন শুনানিতে অংশ না নেওয়ায় সাংবিধানিক আদালতের ৫টি মৌখিক শুনানির প্রথমটি ৪ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অভিশংসন মামলার দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হবে। এতে ইউন উপস্থিত না হলেও শুনানি চলবে।
প্রসঙ্গত, ইউনকে গত ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সংসদ অভিশংসিত করেছে এবং বর্তমানে তিনি সিউলে তার সরকারি বাসভবনে অবস্থান করছেন। তিনি তদন্তকারীদের ডাক অগ্রাহ্য করে চলেছেন। সর্বোচ্চ আদালত তার অভিশংসন বিষয়ে সিদ্ধান্ত নিতে ছয় মাস সময় পাবে।
এদিকে ইউনের সরকারি দায়িত্ব স্থগিত থাকায় তার মন্ত্রিসভার একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।
দেশটির দুর্নীতি দমন কর্মকর্তা ও পুলিশদের একটি যৌথ দল প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে যেন তারা ইউনকে আটকের পরবর্তী চেষ্টায় বাধা না দেয়। এর আগে গত ৩ জানুয়ারি ইউনের নিরাপত্তা বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রায় ২০০ সদস্য তার আটক করার চেষ্টা ব্যাহত করেছিল।
তবে দেশটির আদালত তার গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ বাড়িয়েছে এবং তদন্তকারীরা ইউনকে আটক করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এসবি