Logo

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে কারফিউ লঙ্ঘন করায় ৩৪ জনকে গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৮

লস অ্যাঞ্জেলেসে কারফিউ লঙ্ঘন করায় ৩৪ জনকে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় কারফিউ লঙ্ঘনের অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের শুধু লুটপাট নয়, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে অব্যাহত লুটপাট বন্ধের জন্য লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩০ জনকে আটক করা হয়েছে ইটনের দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ১২ ঘণ্টার কারফিউ ভঙ্গের জন্য, আর ৪ জনকে প্যালিসেডসের ক্ষতিগ্রস্ত এলাকায় করা হয়।

এছাড়া, আটককৃতদের বিরুদ্ধে শুধু লুটপাট নয়, অন্যান্য নানা অপরাধের অভিযোগও রয়েছে। যেমন কারফিউ লঙ্ঘন, অবৈধভাবে ড্রোন চালানো, মাদক ও আগ্নেয়াস্ত্র বহন করা।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা সাংবাদিকদের জানান, ‘আমরা বুঝি মানুষ তাদের বাড়িতে ফিরতে চায়, কিন্তু এটি বিপজ্জনক। যদি আপনার কোনো প্রয়োজন না থাকে, সংকটপূর্ণ এলাকা থেকে দূরে থাকুন। আপনাদের উপস্থিতি আমাদের উদ্ধারকারী দলের কাজের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে।’

এর আগে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেস ও তার আশপাশের অঞ্চলে রাত ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বিধায় এখনও এই কারফিউ কার্যকর রয়েছে। 

আগুন নেভানোর ক্ষেত্রে এখন পর্যন্ত হার্স্ট ফায়ারের অগ্রগতি সবচেয়ে ভালো। প্রায় ৮০০ একর জায়গা পুড়ে গেলেও এখানে ৮৯ শতাংশ জায়গার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্যালিসেডস এবং ইটন এলাকার দাবানলে যথাক্রমে প্রায় ২৪ হাজার এবং ১৪ হাজার একর এলাকা পুড়ে গেছে। প্যালিসেডস এবং ইটন ফায়ারে প্যালিসেডসের আগুন মাত্র ১৪ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে এবং ইটনের আগুন ৩৩ শতাংশ নিয়ন্ত্রিত রয়েছে।

এদিকে, ন্যাশনাল ওয়েদার সার্ভিস লস অ্যাঞ্জেলেসের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সতর্ক করে জানায়, চলতি সপ্তাহে শক্তিশালী এবং বিপজ্জনক বাতাস ফিরে আসতে পারে। ফলে চলমান অগ্নিনির্বাপণ প্রচেষ্টা নিয়ে আশঙ্কা বাড়ছে।

এছাড়া, ভেনচুরা কাউন্টি এবং উত্তরপশ্চিম লস অ্যাঞ্জেলেস কাউন্টির তিনটি এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল (১১৩ কিলোমিটার) পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে সান্তা আনা ঝড়ো হাওয়ার ফিরে আসা এবং ৮-১৫ শতাংশ পর্যন্ত কম আর্দ্রতার কারণে অগ্নিকাণ্ড আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার শুরু হওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪ জন মারা গেছেন এবং ১২ হাজারেরও বেশি বাড়ি, ব্যবসা ও উপাসনালয় পুড়ে গেছে।

ক্যালিফোর্নিয়া বন ও অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, ইটন, প্যালিসেডস, কেনেথ এবং হার্স্ট নামে চারটি বড় অগ্নিকাণ্ডে ৪০ হাজার একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। যদিও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবুও বিশেষজ্ঞরা আশা করছেন শীঘ্রই এর সমাধান হবে।

এদিকে সোমবার (১৩ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তরা এককালীন ৭৭০ ডলার করে সহায়তা পাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া, দাবানলের পর পুনরুদ্ধারের জন্য হাজার হাজার কোটি ডলার খরচ হবে বলেও জানিয়েছেন তিনি।

এসময় বাইডেন বলেন, ‘রাষ্ট্রীয়, স্থানীয় এবং ফেডারেল অগ্নিনির্বাপণকারী দলগুলো দাবানলকে নতুন এলাকায় ছড়িয়ে পড়া থেকে আটকাতে সক্ষম হয়েছে।’ 

তিনি জানান, ‘প্যাসিফিক প্যালিসেডসে ১৪%, পাসাডেনায় ৩৩%, সিলমারে ৯৫% এবং ভেনচুরায় ১০০% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর