Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের শপথ ঘিরে নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে ক্যাপিটাল হিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৯

ট্রাম্পের শপথ ঘিরে নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে ক্যাপিটাল হিল

ছবি : সংগৃহীত

আসন্ন ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে ক্যাপিটাল হিল।

প্রায় ৪৮ কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে সাত ফুট উঁচু বেড়া। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই বেড়া টপকে যাওয়া যাবে না। চেকপয়েন্ট বা অন্য জায়গায় থাকবেন প্রায় ২৫ হাজার সুরক্ষা কর্মী। প্রায় আট হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। চার হাজার পুলিশ অফিসারকে নিরাপত্তা রক্ষার বিশেষ দায়িত্ব দেওয়া হবে।

সোমবার (২০ জানুয়ারি) ক্যাপিটাল হিলে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তখন সেখানে উপস্থিত থাকবেন কংগ্রেস সদস্যরা, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের শীর্ষকর্তারা, বিদেশি অতিথি এবং প্রচুর সাধারণ জনগণ। এজন্য নিরাপত্তার স্বার্থে হোয়াইট হাউজ থেকে ক্যাপিটাল হিল ও তার আশপাশের এলাকায় কোনো সাধারণ যানবাহন চলবে না। এন্ট্রি পয়েন্টগুলো পুরোপুরি ব্লক করে দেয়া হবে।

এর আগে দুইবার হত্যা চেষ্টা করা হয়েছে ট্রাম্পকে। অন্তত দুইটি জায়গায় নতুন বছরের অনুষ্ঠানে সাধারণ মানুষ আক্রমণের শিকার হয়েছেন। নিউ অরলিন্সে সাধারণ মানুষের উপর ট্রাক চালিয়ে ১৪ জনকে হত্যা করেছে এক সাবেক সেনাকর্মী। তাই ট্রাম্পের শপথ নিয়ে বিন্দুমাত্র কোনো ঝুঁকি নিতে চান না নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, 'আমরা খুবই ঝুঁকিপূর্ণ সময়ে বাস করছি।'

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে সম্ভাব্য সংগঠিত কোনো আক্রমণের আগাম খবর নেই। কিন্তু তারা চিন্তিত কোনো একজন ব্যক্তির আক্রমণের চেষ্টা নিয়ে। নিউ অরলিন্স ও অন্য জায়গায় একজন মানুষই আক্রমণ করেছে।

ক্যাপিটলের পুলিশ প্রধান থমাস মাঙ্গের বলেছেন, ‘আগামী দিনগুলোতে কোনো একক আক্রমণকারীর জন্য চরম সতর্কতা বহাল থাকবে।'

এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি পুলিশকে সাবধান করে দিয়ে বলেছে, নিউ অরলিন্সের কায়দায় আক্রমণের চেষ্টা হতে পারে।

এদিকে ওয়াশিংটনে ৩৪ হাজার ৫০০ হোটেল রুম আছে। তার মধ্যে ৭০ শতাংশ ইতোমধ্যেই ভাড়া হয়ে গেছে।

এর আগে ট্রাম্প যখন প্রথমবার শপথ নেন, তখন হোটেলের ৯৫ শতাংশ ঘর ভর্তি ছিল। ফলে এবারও প্রচুর মানুষ আসবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে।

এই ক্যাপিটালেই ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব করেছিলেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন, ক্যাপিটলে ভাঙচুর করেছিলেন এবং কংগ্রেস সদস্যদের তাড়া করেছিলেন।

অপরদিকে আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে ওয়াশিংটনে একাধিক ট্রাম্পবিরোধী বিক্ষোভ হতে পারে। মেট্রোপলিটন পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, শনিবার ২৫ হাজার মানুষ ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারেন।

সূত্র : ভয়েস অব আমেরিকা।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর