Logo

আন্তর্জাতিক

আপনার হয়ে ‘I am sorry’ বলে আসবে যে এজেন্সি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

আপনার হয়ে  ‘I am sorry’ বলে আসবে যে এজেন্সি

ছবি : সংগৃহীত

জীবনের বিভিন্ন সময়ে আমাদের অনেক সমস্যার মোকাবেলা করতে হয়। আমরা চিন্তা করি যে আমরা সবসময় নিখুঁত এবং সবকিছুই আমাদের হাতের নাগালে থাকবে। তবে বাস্তবে কেউই তাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে ভুল করার ঊর্ধ্বে নয়।  

এই ভুলগুলোর মধ্যেই আমরা যাদের প্রতি অন্যায় করেছি তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে চাই। তবে মনে মনে অপরাধ বোধ করলেও অনেকেই নিজের অহংকারের জন্য অথবা লাজুক স্বভাবের জন্য তা বলতে পারেন না।

কিন্তু এই নিয়ে চিন্তার আর কিছুই নেই। জাপানে এমন এক এজেন্সি আছে যা আপনার হয়ে ক্ষমা চেয়ে আসবে। কেনো আপনি এই বেদনাদায়ক সত্যের মুখোমুখি হবেন, যখন অন্য কেউ আপনার জন্য “ i am sorry” বলে আসতে পারে।  এইভাবে আপনি জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে ফিরে যেতে পারেন। 

এই সেবাটি কিছু অনলাইন প্ল্যাটফরম যেমন শাজাইয়া আইগা প্রো, ইয়োকোহামা বেনরিয়া নাটচান, নিহন শাজাই দাইকোকাও থেকে পেতে পারে জাপানিরা। এই প্ল্যাটফর্মগুলোতে মুখোমুখি ক্ষমা চাওয়ার জন্য ২৫ হাজার ইয়েন যা বাংলাদেশি টাকায় প্রায় ১৯ হাজার টাকা।  ই-মেইল বা ফোনে ক্ষমা চাওয়ার জন্য ১০,০০০ ইয়েন যা বাংলাদেশি  টাকায় প্রায় ৭,০০০ টাকা দিতে হবে। এছাড়াও থাকছে আরও অনেক সুযোগ সুবিধা। 

তবে, স্বাভাবিকভাবেই এই ধরনের ব্যবসাগুলি সমালোচনার মুখোমুখি হয়েছে। মানুষকে একটি মৌলিক মানবীয় অভিজ্ঞতা এড়িয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়টি ছাড়াও, এটি নিঃসন্দেহে এমন একটি মিথ্যার জাল তৈরি করে যা ভবিষ্যতে কারও জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে। তা সত্ত্বেও, এনএইচকে-র প্রতিবেদনের মতে, এ ধরনের কোম্পানিগুলির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও সমস্যা রিপোর্ট করা হয়নি।

টিএ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর