Logo

আন্তর্জাতিক

মুক্ত ৩ ইসরায়েলি বন্দীকে কী উপহার দিল হামাস (ভিডিও)

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭

মুক্ত ৩ ইসরায়েলি বন্দীকে কী উপহার দিল হামাস (ভিডিও)

দীর্ঘ ১৫ মাস হামাসের কাছে বন্দী থাকা ইসরায়েলের তিন জিম্মি অবশেষে মুক্তি পেয়েছেন। মুক্তি দেওয়ার সময় তাদের হাতে ‘উপহারের ব্যাগ’ তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উপহারের ব্যাগে জিম্মিদের বন্দী থাকা অবস্থার ছবি, গাজার ছবি ও একটি প্রশংসাপত্র ছিল বলে জানা গেছে। একটি ভিডিও চিত্রে দেখা গেছে, উপহারের ব্যাগ হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন তিন জিম্মি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা চলছে। হামাস সমর্থকেরা এ ঘটনায় আনন্দ প্রকাশ করলেও অনেকে এটিকে ‘নিষ্ঠুরতা’ বলে অভিহিত করেছেন।

কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় গতকাল রোববার থেকে গাজায় ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ৯০ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে এই তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়া তিনি জিম্মি হলেন- ২৮ বছর বয়সী এমিলি দামারি, ২৪ বছর বয়সী রোমি গোনেন এবং ৩১ বছর বয়সী ডোরন স্টেইনব্রেচার। মুক্তি পাওয়ার পর তাদের চোখেমুখে আনন্দাশ্রু দেখা গেছে। তাদের বরণ করে নেওয়ার জন্য বহু ইসরায়েলি রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তি পাওয়া জিম্মিদের আপাতত কয়েক দিন হাসপাতালে রাখা হবে। দীর্ঘ বন্দী দশার জন্য তাদের চিকিৎসা প্রয়োজন।

এমিলির মা ম্যান্ডি দামারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘৪৭১ দিন পর এমিলি অবশেষে বাড়ি ফিরে এসেছে। এর চেয়ে খুশির মুহূর্ত আর হয় না। তবে অনেক পরিবার এখনো তাদের স্বজনদের ফিরে পাওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছে।’

স্টেইনব্রেচারের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘হামাসের বন্দীদশায় ৪৭১ দিন বেঁচে থাকা আমাদের বীর ডোডো আজ আমাদের কাছে ফিরে আসছে।’

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর