আমেরিকার প্রথম হিন্দু সেকেন্ড লেডি, কে এই ঊষা ভান্স?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭
আমেরিকার উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জেডি ভান্স। তার শপথ নেওয়ার পরই ইতিহাস তৈরি করলেন জেডি ভান্সের স্ত্রী ভারতীয় বংশোদ্ভুত ঊষা চিলুকুড়ি ভান্স। আমেরিকার ইতিহাসে প্রথম ভারতীয়-আমেরিকান সেকেন্ড লেডি হলেন তিনি। ভারতীয় অভিবাসীর কন্যা ঊষা ভান্স প্রথম হিন্দু হিসেবে আমেরিকার সেকেন্ড লেডি হলেন।
সান দিয়েগোতে জন্ম ঊষার। বাবা চিলুকুড়ি রাধাকৃষ্ণণ আইআইটি মাদ্রাজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। মা লক্ষ্মী ছিলেন মলিকিউলার বায়োলজিস্ট। আদতে অন্ধ্রপ্রদেশের এই পরিবার আশির দশকে আমেরিকায় গিয়েছিলেন। ২০১০ সালে ইয়েল ল স্কুলে পড়ার সময় আলাপ হয় জেডি এবং ঊষার। আইন পাস করার পরেই ২০১৪ সালে বিয়ে করেন তারা। জেডি ও ঊষার ৩ সন্তান রয়েছে।
২০১৬ সালে আত্মজীবনীতে ঊষার সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন জেডি। নানা সময়ে স্ত্রীর ঢালাও প্রশংসা করেছেন তিনি। নিজের ছোটবেলার নানা সমস্যা, মায়ের মাদক সেবন, পরিবারের বড়দের নেশার সমস্যার কথাও খোলামেলা আলোচনা লিখেছিলেন তিনি।
সেখানেই উষার পরিবারের সঙ্গে তার প্রথম সাক্ষাতের প্রসঙ্গও লিখেছিলেন। ঊষার পরিবারে সদস্যদের মধ্যে গাঢ় সম্পর্ক, ভালোবাসা-স্নেহ ও সম্মানের সম্পর্ক দেখেছিলেন। আত্মজীবনীতে জেডি লিখেছেন ঊষার পরিবারের মধ্যে এই বন্ধন ভীষণভাবে আকৃষ্ট করেছিল তাকে।
সূত্র : এই সময়
এমজে