৪ ইসরায়েলি জিম্মির বদলে মুক্তি পাচ্ছে ২০০ ফিলিস্তিনি বন্দী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩২
শনিবার এই চার ইসরায়েলি নারীকে মুক্তি দেয় হামাস
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। আর তাদের বদলে মুক্তি পাচ্ছে ২০০ ফিলিস্তিনি বন্দী।
স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবং আলজাজিরা জানিয়েছে, তাদের বদলে ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল।
আরও পুড়ুন- ইসরায়েলের ৪ নারী জিম্মিকে মুক্তি দিল হামাস
মুক্তি পেতে যাওয়া ২০০ ফিলিস্তিনির একটি তালিকা শনিবার (২৫ জানুয়ারি) প্রকাশ করেছে হামাস। মুক্তি পাওয়া ২০০ বন্দীর মধ্যে দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত বন্দী এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত অন্যান্য বন্দীও রয়েছেন।
আরও পড়ুন- মহাকাশে নাসার রেকর্ড করা শব্দকে ‘ফেরেশতাদের জিকির’ বলা কি যুক্তিযুক্ত?
সূত্রটি আরও জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭৯ জন দীর্ঘ সাজা ভোগ করছেন। এ ছাড়া মুক্ত হওয়া বন্দীদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৬৯ বছর এবং সবচেয়ে ছোটজনের বয়স ১৫ বছর বলে জানা গেছে।
বিএইচ/