Logo

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু দিয়ে ছুটল ট্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু দিয়ে ছুটল ট্রেন

রেললাইনের মাধ্যমে ভারতের কাশ্মিরের শ্রীনগরের সঙ্গে একীভূত হলো দেশটির ১৯০ কিলোমিটার দূরত্বের শহর কাটরা। নতুন এ লাইনটিতেই রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু। সেখান দিয়ে ছুটল পরীক্ষামূলক ট্রেন।   

শনিবার (২৫ জানুয়ারি) ওই উঁচু রেলসেতুর ওপর দিয়ে ট্রায়াল রান শেষ করেছে ‘বন্দে ভারত’। ভারতীয় বিশ্লেষকদের মতে- রেলপথের এই যোগাযোগ জম্মু ও কাশ্মিরের বাণিজ্য ও পর্যটন শিল্পে জোয়ার আনবে।

আরও পড়ুন- মহাকাশে নাসার রেকর্ড করা শব্দকে ‘ফেরেশতাদের জিকির’ বলা কি যুক্তিযুক্ত?

আশা করা হচ্ছে- আগামী ফেব্রুয়ারি মাস থেকে নয়াদিল্লি থেকে কাশ্মির পর্যন্ত পুরোদমে চালু হয়ে যাবে নতুন এই রেল পরিষেবা। 

কাশ্মির রেলওয়ের প্রধান কর্মকর্তা সাবিক ইউসুফ জাটু বলেন, এখনো পর্যন্ত দেশের (ভারত) বিভিন্ন প্রান্তে প্রায় ১৩০টি বন্দে ভারত ট্রেন চলছে। তবে কাশ্মিরে যে বন্দে ভারত চলবে তা অন্যগুলোর তুলনায় বিশেষভাবে তৈরি। পাহাড়ি অঞ্চলে মাইনাস ডিগ্রি তাপমাত্রায় চলাচলের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ট্রেনটি।

আরও পড়ুন- ৪ ইসরায়েলি জিম্মির বদলে মুক্তি পাচ্ছে ২০০ ফিলিস্তিনি বন্দী

জাটু আরও জানান, কাশ্মিসহ গোটা ভারতকে রেলপথে জুড়তে দীর্ঘদিন ধরে সক্রিয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনব এই বন্দে ভারত ট্রেনে ৫০০ জনের বেশি মানুষ বসতে পারবেন। ট্রেনে থাকবে অত্যাধুনিক হিটিং সিস্টেম, গরম পানি, বায়ো টয়লেট। ট্রেনটির সামনের কাঁচেও থাকবে এই হিটিং সিস্টেম। যাতে প্রচণ্ড ঠান্ডাতেও দৃশ্যমানতা বজায় থাকে। 

তিনি আরও জানান, আজ যে ট্রায়াল রান সম্পন্ন হলো, তার উদ্দেশ্য হলো যাত্রাপথে সময়ের হিসাব কষা। যাতে এই রুটের সহজ টাইম টেবিল বানাতে পারি আমরা। কাশ্মিরের সঙ্গে এই রেলপথের যোগাযোগের ফলে যে কোনো সময় স্থানীয় মানুষ সহজে যাতায়াত করতে পারবেন এবং পর্যটকরাও সহজে এখানে আসতে পারবেন। সূত্র : সংবাদ প্রতিদিন

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর