Logo

আন্তর্জাতিক

২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল (ভিডিও)

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২১:০৫

২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল (ভিডিও)

ইসরায়েলের চার নারী জিম্মিকে মুক্তির বদলে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে অবৈধ দেশটি। শনিবার (২৫ জানুয়ারি) গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা ওই চার নারী সেনাকে মুক্তি দেওয়ার পর বন্দি ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হলো। 

ইসরায়েলি কারা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কারাগারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন ও রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের পর ওফার এবং কেটিজিওট কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছে।’ এটি ছিল বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় দফা।

শনিবার সকালের দিকে গাজা নগরীতে এক অনুষ্ঠানে ইসরায়েলি চার জিম্মিকে নিয়ে আসা হয়। এ সময় তাদের হাস্যোজ্জ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। ইসরায়েলি জিম্মিদের মুক্তির এই অনুষ্ঠানস্থলে হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র সদস্যদের দেখা যায়। পরে রেডক্রসের প্রতিনিধিদের হাতে তাদের তুলে দেওয়া হয়। সেখান থেকে রেডক্রসের সদস্যরা এই জিম্মিদের নিয়ে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করে।

এর পরপরই মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলোকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার ছেড়ে যেতে দেখা যায়। ইসরায়েলের প্রিজন সার্ভিস বলেছে, ২০০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন- মহাকাশে নাসার রেকর্ড করা শব্দকে ‘ফেরেশতাদের জিকির’ বলা কি যুক্তিযুক্ত?


সূত্র : এএফপি, আলজাজিরা ও অন্যান্য

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর