Logo

আন্তর্জাতিক

লেবাননে ৬টি নতুন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪

লেবাননে ৬টি নতুন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল ইসরায়েল

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ২৪ জন নিহত হওয়ার একদিন পর সোমবার (২৭ জানুয়ারি) নতুন করে ছয়টি ইসরায়েলি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের খবর দিয়েছে লেবাননের গণমাধ্যম।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বানি হাইয়ান শহরে একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন থেকে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

এনএনএ জানিয়েছে, পৌরসভার একটি দল একই শহরে একটি রাস্তা পাকা করার কাজ করার সময় আরেকটি ড্রোন বোমা নিক্ষেপ করে। এতে হতাহতের ঘটনা ঘটে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের করা এই দুটি হামলায় দুজন আহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওয়াজ্জানি শহর থেকে লেবাননের এক নাগরিককে আটক করে এবং স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।

একই সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের মেইস এল-জাবালের পশ্চিমে অবস্থানরত লেবাননের সেনাদের লক্ষ্য করেও গুলি চালিয়েছে।

ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের উপর দিয়ে উড়েছে এবং সৈন্যরা জাহাজরা শহরের বাসিন্দাদের উপর গুলি চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেবাননের দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের ঘরে ফেরার চেষ্টাকালে ইসরায়েলি বাহিনী গুলি চালালে ২৪ জন নিহত ও ১৩৪ জন আহত হওয়ার একদিন পর নতুন এই হামলার ঘটনা ঘটল।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তির আওতায় রোববার (২৬ জানুয়ারি) দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের ৬০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে অবস্থান করায় উত্তেজনা আরও বেড়ে যায়।

রোববার হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল ও লেবানন ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সংঘর্ষের অবসান ঘটিয়ে, ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

তবে লেবানন কর্তৃপক্ষ ইসরায়েলের বিপক্ষে এ পর্যন্ত অন্তত ৬৬০টি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কথা জানিয়েছে।

চলমান যুদ্ধবিরতির শর্ত অনুসারে, ইসরায়েলকে পর্যায়ক্রমে ব্লু লাইনের দক্ষিণে তার বাহিনী প্রত্যাহার করতে হবে এবং লেবাননের সেনাবাহিনী ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে মোতায়েন করার কথা ছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীসহ কমপক্ষে ৪ হাজার ৮০ জন নিহত হয়েছে এবং ১৬ হাজার ৭৫৩ জন আহত হয়েছে।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর