সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৪৯

সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (সানা) এ খবর জানিয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সানার প্রতিবেদনে কমান্ডার হাসান আবদেল ঘানির বরাত দিয়ে বলা হয়, শারাকে অন্তর্বর্তীকালীন একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। এই পরিষদ একটি নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবে।
হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আল-শারা এতদিন সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত ছিলেন। গত মাসে এই গোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত দ্রুত আক্রমণে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। আসাদের অপসারণের পর থেকে এইচটিএস কার্যত ক্ষমতাসীন দলে পরিণত হয়েছে।
তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে। যার বেশিরভাগ সদস্যই স্থানীয় সরকারের কর্মকর্তা, যারা পূর্বে বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে দায়িত্ব পালন করেছিলেন।
ওএফ