Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৬০ জন নিহতের শঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৪২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝআকাশে যাত্রীবাহী একটি বিমান ও সামরিক হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬০ জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন কানসাসের সিনেটর রজার মার্শাল। তবে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, কানসাসের সিনেটর রজার মার্শাল বলেছেন, সম্ভবত ৬০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। খনো সরকারিভাবে হতাহতের সংখ্যা ঘোষণা করেননি।

সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। যদিও মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জীবিতদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ডিসি ফায়ার এবং ইএমএস প্রধান জন ডনেলি বলেছেন, আমরা জানি না তারা বেঁচে আছে কিনা। 

আমেরিকান এয়ারলাইনস নিশ্চিত করেছে, ওই ফ্লাইটে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।

এর আগে, স্থানীয় সময় বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও হেলিকপ্টারটির সংঘর্ষ হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর