Logo

আন্তর্জাতিক

এবার ফিলাডেলফিয়ায় ৬ আরোহীসহ বিমান বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩

এবার ফিলাডেলফিয়ায় ৬ আরোহীসহ বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি ব্যস্ত শহরতলিতে ছয়জন আরোহীসহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একটি ভবন ও কয়েকটি যানবাহনে আগুন লেগে যায়। 

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এএফপিকে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে। লিয়ারজেট বিমানে ছয়জন আরোহী ছিলেন। 

তবে কেউ বেঁচে আছেন কিনা, তা নিশ্চিত করে কিছু জানায়নি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, ফিলাডেলফিয়ার উত্তরপূর্ব দিকে রুজভেল্ট মলের কাছে এ ঘটনা ঘটেছে। ফিলাডেলফিয়ায় অনেক শীত ছিল ও বৃষ্টি হচ্ছিল। এ কারণে বিধ্বস্তের সময় ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না।

পেনসিলভানিয়ার গভর্নর জোস সাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

এর আগে গত বুধবার রাতে ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি অভ্যন্তরীণ বিমানের সঙ্গে সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৬৪ যাত্রী-ক্রু ও সামরিক হেলিকপ্টারে ৩ সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনায় সকলেই নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর