Logo

আন্তর্জাতিক

মঙ্গলবার এরদোগানের আমন্ত্রণে তুরস্কে যাচ্ছেন সিরীয় প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭

মঙ্গলবার এরদোগানের আমন্ত্রণে তুরস্কে যাচ্ছেন সিরীয় প্রেসিডেন্ট

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরব সফরের পর এবার তুর্কি প্রেসেডিন্ট রজব তাইয়েব এরদোগানের আমন্ত্রণ পেয়েছেন। মঙ্গলবার (৪ ফ্রেব্রুয়ারি) তুরস্কের রাজধানী আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে এ দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুন এক্স পোস্টে বলেন, সিরীয় প্রেসিডেন্ট আল-শারা রজব তাইয়েব এরদোগানের আমন্ত্রণে মঙ্গলবার আঙ্কারা সফর করবেন।

ফাহরেত্তিন আলতুন আরও বলেন, আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোগান ও শারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেওয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সিরিয়ার স্বাধীনতা ফিরে পাওয়ার পর তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন মাত্রা পাবে।

আন্দোলনকারীরা আসাদের সরকারকে উৎখাতের পর সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহেমদ আল-শারা। দায়িত্ব নেওয়ার পর তিনি অর্ন্তবর্তীকালীন আইন পরিষদ গঠন করেছেন। নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ কার্যকর থাকবে।

আল-শারার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তুরস্ক সিরিয়ায় তাদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করেছে। হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে আসাদকে ক্ষমতাচ্যুত করার পরপরই নতুন নেতার সঙ্গে আলোচনার জন্য গোয়েন্দা প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীকে সিসিয়ায় পাঠান এরদোগান।

আর প্রেসিডেন্ট হিসেবে আল শারার এটি দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। এর আগে পবিত্র ওমরাহ পালনসহ সৌদি আরব সফর করেন তিনি। যেটি ছিল তার প্রথম বিদেশ সফর। 

সূত্র : আনাদোলু এজেন্সি

বিএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর