জাতিসংঘের সাইড ইভেন্টের সহ-আয়োজক হয়ে বাংলাদেশের অংশগ্রহণ

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২
-67a1c7215d22f.jpg)
নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ‘শান্তিরক্ষা অপারেশনগুলোর পরিবেশগত প্রভাব ও আকাঙ্ক্ষা থেকে কর্ম’ শিরোনামের একটি সাইড ইভেন্টে সহ-আয়োজক হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল।
গত ৩১ জানুয়ারিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জার্মানি, ইতালি, কোরিয়া প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ার মিশনও অংশ নেন।
স্লোভেনিয়ার স্থায়ী প্রতিনিধি কর্তৃক পরিচালিত এই সাইড ইভেন্টটি সচেতনতা বৃদ্ধি, জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনগুলির পরিবেশগত পদচিহ্ন হ্রাসে অর্জিত সাফল্য ও নবায়নযোগ্য শক্তি বিকল্পগুলিতে সম্ভাব্য রূপান্তরের উদ্দেশ্যে নিয়ে আলোচনা করা হয়।
যুক্তরাষ্ট্রের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির প্রেরিত দূত সালাহউদ্দীন নোমান চৌধুরী শান্তিরক্ষকদের মাঠে বাংলাদেশের অবদানের বিষয়ে ধারণা প্রদান করেন। তিনি শান্তিরক্ষা মিশনগুলোকে আরও পরিবেশবান্ধব এজেন্সিতে রূপান্তর, উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ, হোস্ট দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ ও এজেন্ডা ২০৩০-এর কাজের পরিপূরক হিসেবে শান্তিরক্ষকদের প্রশিক্ষণের আহ্বান জানান।
অপারেশনাল সাপোর্টের জন্য আন্ডার সেক্রেটারি আতুল খারেসহ সদস্য রাষ্ট্রের প্রচুর সংখ্যক প্রতিনিধিও এই ইভেন্টে অংশগ্রহণ করেন।
কেই/এমজে