Logo

আন্তর্জাতিক

এরদোগানের সাথে বৈঠক করতে আঙ্কারায় সিরিয়ার নতুন প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০

এরদোগানের সাথে বৈঠক করতে আঙ্কারায় সিরিয়ার নতুন প্রেসিডেন্ট

সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তুরস্কের রাজধানী আঙ্কারার পৌঁছেছেন।

মঙ্গলবার আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তুর্কি ও সিরিয়ার দুই শীর্ষ নেতার মধ্যে স্থানীয় সময় দুপুর ২টা থেকে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান আহমেদ আল-শারার স্ত্রী লতিফ আল-দুরুবির সাথে দেখা করেছেন।

এরদোগানের আমন্ত্রণে আঙ্কারা সফরের অংশ হিসেবে সিরিয়ার প্রতিনিধিদলের নৈশভোজ ও প্রেসিডেন্ট কমপ্লেক্সে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণেরও কথা রয়েছে।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করতে সরকারবিরোধী গোষ্ঠীগুলোর নেতৃত্বদানকারী আহমেদ আল-শারাকে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।

প্রায় ২৫ বছর ধরে সিরিয়া শাসন করা বাশার আল আসাদ গত বছরের ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর