Logo

আন্তর্জাতিক

৩২ নম্বর বাড়ি ধ্বংসে ভারতের নিন্দা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২

৩২ নম্বর বাড়ি ধ্বংসে ভারতের নিন্দা

ছবি : বাংলাদেশের খবর

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত এই স্থাপনা গুঁড়িয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয়।’

তিনি আরও বলেন, ‘এই বাড়ি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। দখলদার ও দমননীতির বিরুদ্ধে লড়াই করা মানুষের জন্য এটি এক অনন্য চেতনার উৎস। যারা মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে, তারা এই বাড়ির গুরুত্ব সম্পর্কে অবগত। এটি কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের জাতীয় চেতনার প্রতিচ্ছবি। এই ধ্বংসযজ্ঞের আমরা কঠোর নিন্দা জানাই।’  

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর