গালি দিলেও বলব, থামুন : উপদেষ্টা মাহফুজ
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮
![গালি দিলেও বলব, থামুন : উপদেষ্টা মাহফুজ](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/07/Bangladesher-Khabor-ATR---2025-02-07T082823-67a56feae49ac.jpg)
জুলাই আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবার শান্ত থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে বিক্ষুব্ধদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেন, ‘থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।’
তিনি লিখেন, ‘জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।’
অভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ্বান জানিয়ে মাহফুজ আরও লিখেছেন, ‘এটা দীর্ঘমেয়াদি লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এদেশের জন্য ভালো।’
ডিআর/এটিআর