আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেই এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। মার্কিন এক কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই দিন আগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন, যা আইসিসির তদন্ত ও কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেয়।
ট্রাম্প তার নির্বাহী আদেশে আইসিসিকে ‘অবৈধ’ উল্লেখ করে বলেছেন, এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।
মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায়।
আগের মেয়াদে, আফগানিস্তানে মার্কিন যুদ্ধাপরাধের অভিযোগের প্রেক্ষিতে হেগের আদালতের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। তবে সেই নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাহার করে নিয়েছিলেন।
মার্কিনিরা আইসিসির সদস্য নয়। যুক্তরাষ্ট্র বার বার সে দেশের কর্মকর্তা ও নাগরিকদের ওপর আইসিসির বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
এফএটি