Logo

আন্তর্জাতিক

সৌদি আরবে ফিলিস্তিনিদের নতুন রাষ্ট্র গঠন করতে বললেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১১

সৌদি আরবে ফিলিস্তিনিদের নতুন রাষ্ট্র গঠন করতে বললেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ফিলিস্তিনিদের নতুন রাষ্ট্র গঠন করতে বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চ্যানেল ১৪ কে দেওয়া  সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। 

জেরুজালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পূর্বশর্তের ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। কিন্তু নেতানিয়াহু এ ধরনের কোনো চুক্তি মেনে নিতে নারাজ, যা তার দেশের নিরাপত্তাকে বিপন্ন করবে। 

ওয়াশিংটনে অবস্থানকালে চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমি এমন কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে নই যা ইসরায়েলকে বিপদে ফেলবে, বিশেষত ৭ অক্টোবরের হামলার পর।’

তিনি গাজার পরিস্থিতির উদাহরণ দিয়ে বলেন, ‘গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র, যা হামাস পরিচালনা করেছিল। আর সেখান থেকে আমরা হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যার সাক্ষী হয়েছি।’        

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন নেতানিয়াহু। ওই সম্মেলনে ‘গাজা দখলের’  বিস্ময়কর পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প।

ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুন:স্থাপন ও স্বাভাবিক করার বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই নেতা। 

সংবাদ সম্মেলনের অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরায়েলের সঙ্গে কোন আলোচনায় বসতে আগ্রহী নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে জানান, নেতানিয়াহু হয়ত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজার যুদ্ধের অবসান এবং পশ্চিম তীরের অধিগ্রহণ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন। 

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে রাজি না হলেও পশ্চিম তীরের অধিগ্রহণ বন্ধ রেখে রিয়াদকে তুষ্ট করার চেষ্টা চালাতে পারেন নেতানিয়াহু বলেও জানান তারা। 

এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর