যুক্তরাষ্ট্রে ১০ আরোহীসহ বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৩
-67a5f1e980f4a.jpg)
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম রাজ্য আলাস্কায় ১০ জন যাত্রী নিয়ে একটি ছোট বাণিজ্যিক বিমান নিখোঁজ হয়েছে। দেশটির আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার বিমানটি নিখোঁজ হয়। খবর- এএফপি।
আলাস্কা রাজ্য পুলিশ জানিয়েছে, আলাস্কার স্থানীয় সময় বিকেলে উনালাকিল্ট থেকে বেরিং এয়ার ক্যারাভান নোমের উদ্দেশে যাত্রা করে। বিমানটি ওড়ার পরেই রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে নয়জন যাত্রী এবং একজন পাইলট ছিল।
দুটি শহর একে অপরের থেকে প্রায় ১৪৬ মাইল (২৩৫ কিলোমিটার) দূরে অবস্থিত।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো বিমানটির শেষ অবস্থান জানার জন্য কাজ করছে।
নিখোঁজ বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার সর্বশেষ ঘটনা। ৩০ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। যার ফলে ৬৭ জন আরোহী নিহত হন। এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার ব্যস্ত এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয় এবং সাতজন নিহত এবং ১৯ জন আহত হন।
বিএইচ/