Logo

আন্তর্জাতিক

আলাস্কায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬

আলাস্কায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, নিহত ১০

ছবি : সংগৃহীত

ল্যান্ডিংয়ের মাত্র ১০ মিনিট আগে রাডার থেকে উধাও হয়ে যাওয়া বিং এয়ার কারাভান সংস্থার বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা ১০ আরোহীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, আলাস্কার নোম শহর থেকে ৩৪ মাইল দক্ষিণ-পূর্বে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করতে পেরেছেন, তবে উড়োজাহাজটির বিধ্বস্ত অবস্থার কারণে বাকি সাতজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

পূর্ব আলাস্কার শহর উনালাক্লিট থেকে পশ্চিম আলাস্কার নোমে শহরে যাওয়ার পথে ৯ জন যাত্রী ও এক পাইলটসহ বিমানটি উড্ডয়ন করে। ল্যান্ডিংয়ের প্রস্তুতির সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগও করেছিলেন পাইলট। কিন্তু হঠাৎই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমান। এরপর দীর্ঘ তল্লাশির পর সংশ্লিষ্ট উদ্ধার সংস্থাগুলো দুর্ঘটনাস্থল শনাক্ত করে।

এই দুর্ঘটনার মাধ্যমে গত ১১ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে তৃতীয়বারের মতো বিমান দুর্ঘটনা ঘটল। সবশেষ, গত ৩১ জানুয়ারি ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল ট্রান্সপোর্টেশন বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী ও মাটিতে থাকা আরও একজন নিহত হন। এর দুইদিন আগে ওয়াশিংটন ডিসির কাছে পোটোম্যাক নদীতে আমেরিকান ঈগল ফ্লাইট এবং আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬৭ জন নিহত হন।

বারবার ঘটে যাওয়া এসব মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। বিশেষজ্ঞরা বলছেন, বিমান চলাচলের নিরাপত্তা ও কারিগরি ত্রুটি খতিয়ে দেখার এখনই সময়।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর