Logo

আন্তর্জাতিক

ভারত

সুরাপ্রেমীদের জন্য সুখবর, সস্তায় মিলবে আমেরিকান হুইস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯

সুরাপ্রেমীদের জন্য সুখবর, সস্তায় মিলবে আমেরিকান হুইস্কি

কেন্দ্রীয় সরকারের রেভিনিউ দপ্তর বুরবোঁ হুইস্কির ওপর আমদানি শুল্ক ৫০ শতাংশে নামানোর ঘোষণা করেছে। আগে এটি ছিল ১৫০ শতাংশ। তবে নতুন সিদ্ধান্তের ফলে এই বিশেষ ধরনের আমেরিকান হুইস্কি ভারতের বাজারে সস্তা হবে বলে আশা করা হচ্ছে। তবে বিদেশ থেকে আমদানি করা অন্যান্য অ্যালকোহলিক পানীয়ের শুল্কের কোনো পরিবর্তন করা হয়নি।

বুরবোঁ হুইস্কি আমেরিকায় উৎপন্ন একটি বিশেষ ধরনের হুইস্কি, যা বিদেশ থেকে ভারতে আমদানি করা হয়। ভারতের হুইস্কি বাজারের মাত্র ১ শতাংশ হলেও বিদেশি হুইস্কির মধ্যে বুরবোঁ হুইস্কির শেয়ারের পরিমাণ ২৫ শতাংশেরও বেশি। শুল্ক কমানোর ফলে, এর দাম কমে যাবে, যা বিক্রি বাড়ানোর সম্ভাবনা তৈরি করবে।

২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে ২৫ মিলিয়ন ডলারের বুরবোঁ হুইস্কি আমদানি হয়েছে। যা ভারতীয় মুদ্রায় ২১ কোটি ৬৬ লক্ষ টাকা। অধিকাংশ বুরবোঁ হুইস্কি এসেছে আমেরিকা থেকে। এখন শুল্ক কমানোর কারণে আরও বেশি বুরবোঁ হুইস্কি ভারতে আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এটি ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের আমেরিকা সফরের পর যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন। ২০৩০ সালের মধ্যে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন ভারতকে অভিযুক্ত করেছে অতিরিক্ত শুল্ক চাপানোর জন্য। কিন্তু এখন ভারত আমেরিকার তৈরি এই বিশেষ ধরনের হুইস্কির উপর শুল্ক কমিয়ে দিয়ে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করার দিকে এগোচ্ছে। সূত্র : এই সময়

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর