Logo

আন্তর্জাতিক

ইলন মাস্কের সন্তানের মা হওয়ার দাবি ইনফ্লুয়েন্সারের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮

ইলন মাস্কের সন্তানের মা হওয়ার দাবি ইনফ্লুয়েন্সারের

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সন্তানের জন্ম দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তিনি বলেন, ইলন মাস্কের সন্তানের জন্ম দিয়েছি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে অ্যাশলে সেন্ট ক্লেয়ার লিখেছেন, ‘পাঁচ মাস আগে আমি ইলন মাস্কের সন্তানের জন্ম দিয়েছি।’ এ দাবি ঘিরে শোরগোল পড়ে গেছে যুক্তরাষ্ট্রে।

৩১ বছর বয়সী এ ইনফ্লুয়েন্সার নিজের পোস্টে লাতিন ভাষায় লিখেছেন, ‘আলেয়া ল্যাক্টা ইস্ট।’ অর্থাৎ আর পেছন ফিরে তাকাব না।

প্রাথমিকভাবে তিনি এ সন্তান জন্মের খবর গোপন করে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সন্তানের নিরাপত্তাই তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল। তবে সম্প্রতি সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ্যে চলে আসে।

অ্যাশলে সেন্ট ক্লেয়ার বলেন, ‘স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে আমাদের সন্তান বড় হোক, এটুকুই চাই। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ আমাদের যেন ব্যক্তিগত পরিসর দেওয়া হয়। কোনো অতিরঞ্জিত খবর যেন প্রকাশ না করা হয়।’

তবে এ দাবির প্রেক্ষিতে ইলন মাস্কের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। যদি অ্যাশলে সেন্ট ক্লেয়ারের দাবি সত্যি হয়। তবে তিনি হবেন চতুর্থ মহিলা যিনি মাস্কের সন্তানের জন্ম দিলেন। এ ক্ষেত্রে ইলন মাস্কের সন্তানের সংখ্যা পৌঁছল ১৩-তে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর