Logo

আন্তর্জাতিক

৩ জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিন, বিনিময়ে মুক্তি পাচ্ছেন ৩৬৯ ফিলিস্তিনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৯

৩ জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিন, বিনিময়ে মুক্তি পাচ্ছেন ৩৬৯ ফিলিস্তিনি

গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার শঙ্কার মধ্যেই ব্যাপক শোডাউনে ঘোষিত তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। খান ইউনিসে মুক্তির আগে তিন ইসরাইলি জিম্মিকে জনসম্মুখে উপস্থাপন করা হয়।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুক্তির আগে তিন জিম্মি সাগুই ডেকেল-চেন, সাশা ট্রুফানোভ ও ইয়াইর হর্নকে হামাসের বন্দুকধারীরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনেন। এরপর তাদের একটি মঞ্চে তোলা হয়, যেখানে হামাসের নির্দেশে তারা জনতার সামনে কিছু কথা বলে।

আগের জিম্মি মুক্তির মতো তাদেরও হামাসের পক্ষ থেকে বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয়েছে।

প্রতিবারই জিম্মি মুক্তিতে ব্যাপক শোডাউন করেছে হামাসের যোদ্ধারা। তবে এবার ৭ অক্টোবর হামলায় ইসরায়েল থেকে ছিনতাই করা গাড়িতে তিন জিম্মিকে নিয়ে আসে হামাস। 

হামাসের সশস্ত্র শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একটি সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, আজ মুক্তির জন্য নির্ধারিত তিন ইসরায়েলি জিম্মিকে হামাস একটি গাড়িতে করে এনেছে। যা মূলত ইসরায়েলি সেনাবাহিনীর।

এদিকে, তিনজনের পরিবারের সদস্যরা যখন তাদের টেলিভিশনের পর্দায় দেখতে পান, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং আনন্দ প্রকাশ করেন। তিন জিম্মির মুক্তির বিনিময়ে আজই ইসরায়েলি কারাগার থেকে অন্তত ৩৬৯ ফিলিস্তিনির মুক্তির কথা রয়েছে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর