হিন্দু রীতি মানা হয়নি
নদীতে ভাসিয়ে দেওয়া হলো রামমন্দিরের প্রধান পুরোহিতের দেহ
বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে দায়িত্ব ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭
-67b065185fcbe.jpg)
মৃত্যু হলো ভারতের আলোচিত রামমন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসের। পরে হিন্দু রীতি না মেনে তার দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের পর সেখানে স্থাপিত রামমন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে ছিলেন তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের সাকেত নগরীর সরযূ নদীতে নৌকায় নিয়ে তার দেহ ফেলে দেওয়া হয়। এ সময় কাপড় ইত্যাদি বস্তু দিয়ে তার দেহ মোড়ানো ছিল।
এর আগে লক্ষ্মৌর সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এসপিজিআই) মারা যান মহন্ত।
তবে যেভাবে দেহ ফেলা হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু ভারতীয়রা তার চেয়েও বড় বিষয় হিসেবে দেখছেন, এর কারণে পরিবেশ দূষিত হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় নেটপাড়ায়। যার পর রীতিমতো হইচই পড়ে গেছে সব মহলে।
২০২৫-এ দাঁড়িয়ে যেখানে দূষণ নিয়ন্ত্রণে কার্যত হিমশিম খেতে হচ্ছে ভারতকে। সেখানে এমন কাজ দেখে কঠোর বিরোধিতা করছেন নেটিজেনদের একাংশ।
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর ১৯৯৩ সাল থেকে রামমন্দিরের প্রধান পুরোহিত পদে ছিলেন তিনি। রামলালা যখন মন্দিরের বাইরে অস্থায়ী তাঁবুতে ছিলেন, তখন নিত্যপূজার দায়িত্ব ছিল তার ওপর। ৮৫ বছর বয়সে মারা গেলেন তিনি। প্রধান পুরোহিত পদে এখন কে বসবেন, সেই নিয়ে ট্রাস্টের বৈঠক শীঘ্রই হবে বলে জানা গেছে। সূত্র : দ্য ওয়াল
বিএইচ/