Logo

আন্তর্জাতিক

কে হচ্ছেন দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৪

কে হচ্ছেন দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী

কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী?- হয়ত আগামী বুধবারই (১৯ ফেব্রুয়ারি) এর উত্তর পাওয়া যাবে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেমনই ইঙ্গিত দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার বিজেপি পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। 

ধারণা করা হচ্ছে, ওই বৈঠকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে এবং তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ওই দিন দিল্লিতে বিজেপির পণ্ডিত পন্ত মার্গের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজেপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিধায়করা উপস্থিত থাকবেন এবং তারা পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা করবেন। সেই আলোচনা শেষে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পর পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা করা হবে। যিনি বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবেন, তিনিই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।

যে বিধায়ককে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে, তিনি প্রথমে অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সরকার গঠনের জন্য অনুমতি চাইবেন।

এর পরের দিন ২০ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত একটি অনুষ্ঠানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীসহ রাজ্য মন্ত্রিসভার বাকি সদস্যরাও শপথ গ্রহণ করবেন।

দিল্লির নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য দলের তরফ থেকে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। কিন্তু সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। সূত্রের খবর, এই পর্যবেক্ষকদের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিরা থাকবেন। তারা দলের ৪৮ জন বিধায়কের সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রী কাকে করা যেতে পারে, তা নিয়ে তাদের মতামত শুনবেন এবং তাদের তথ্য শীর্ষ নেতৃত্বকে জানাবেন। তারপরই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নামে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে।

রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন, খুব সম্ভবত সংসদীয় দলের বৈঠকের ঠিক আগেই পর্যবেক্ষকদের নির্বাচিত করা হবে এবং তারা প্রস্তাবিত বৈঠকের আগেই দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন।

২৭ বছরর পর এবারের বিধানসভা নির্বাচনে জিতে ফের একবার দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। দিল্লি বিধানসভার মোট ৭০টি আসনের মধ্যে তারা পেয়েছে ৪৮টি আসন। যেখানে বিদায়ী সরকারের ক্ষমতায় থাকা আম আদমি পার্টি (আপ) জয়লাভ করেছে মাত্র ২২টি আসনে। যা অরবিন্দ কেজরিওয়ালের দলের জন্য বিরাট ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর