Logo

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে জেলেনস্কির যুদ্ধ শুরু করা উচিত হয়নি : ট্রাম্প

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯

রাশিয়ার সঙ্গে জেলেনস্কির যুদ্ধ শুরু করা উচিত হয়নি : ট্রাম্প

রাশিয়ার সঙ্গে চলমান তিন বছরের যুদ্ধের জন্য ইউক্রেনের নেতাদের দায়ী করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে জেলেনস্কির এই যুদ্ধ শুরু করা কখনোই উচিত হয়নি।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালায়। এর আগে তারা সীমান্তে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে এবং দাবি তোলে যে ইউক্রেন কখনো ন্যাটো জোটে যোগ দিতে পারবে না। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলের প্রায় এক দশক পর এই আগ্রাসন ঘটে। 

ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মঙ্গলবার তিনি আবারও দাবি করেন যে তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ কখনো শুরুই হতো না। তার মন্তব্য এমন সময় এলো যখন মার্কিন ও রুশ কর্মকর্তারা সৌদি আরবে এক বৈঠকে মিলিত হন, যেখানে কোনো ইউক্রেনীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আমার আছে। আমার মনে হয়, মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠকের পর এটি ভালোভাবে এগোচ্ছে। আজ আমি শুনলাম, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। আচ্ছা, তোমরা তো তিন বছর ধরে সেখানে আছো, তোমাদের এই যুদ্ধ তিন বছরের মধ্যে শেষ করা উচিত ছিল। এটা কখনো শুরুই করা উচিত ছিল না। তোমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারতে। আমি ইউক্রেনের জন্য এমন একটি চুক্তি করতে পারতাম, যেখানে তাদের প্রায় সমস্ত ভূমি থাকতো, কিন্তু একজন মানুষও নিহত হতো না। কোনো শহর ধ্বংস হতো না, এমনকি একটি গম্বুজও ভাঙতো না। কিন্তু তারা সেই পথ বেছে নেয়নি।’

তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘অতিশয় করুণ’ বলে অভিহিত করেন এবং জেলেনস্কির সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ‘দেখো, তোমাদের নেতৃত্ব আছে, ব্যক্তিগতভাবে আমি তাকে (জেলেনস্কি) পছন্দ করি। সে ভালো। কিন্তু ব্যক্তিগত বিষয়ে আমার কিছু যায় আসে না। আমি কাজ সম্পন্ন করা নিয়ে ভাবি। এখন তোমাদের এমন নেতৃত্ব আছে, যারা এমন একটি যুদ্ধ চালিয়ে যেতে দিয়েছে, যা কখনোই ঘটার কথা ছিল না, এমনকি যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই।’

ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন যে ইউক্রেনের প্রতিনিধিদের রুশ-মার্কিন আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি। তুরস্ক সফরের সময় জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইউক্রেন ছাড়া নেওয়া যাবে না। কোনো শর্ত চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের এই রুশ-মার্কিন বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। এটি আমাদের জন্য বিস্ময়কর বিষয় ছিল। আমি মনে করি, অনেকের জন্যই এটা বিস্ময়কর।’

এদিকে, সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ‘যেকোনো চূড়ান্ত চুক্তি ইউক্রেন, ইউরোপ এবং রাশিয়ার জন্য গ্রহণযোগ্য হতে হবে।’

গত সপ্তাহে ট্রাম্প প্রথমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু করেন, এরপর জেলেনস্কির সঙ্গে কথা বলেন। তিনি শীঘ্রই পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকেরও ইচ্ছা প্রকাশ করেছেন।

যদিও ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তিনি হত্যাযজ্ঞ বন্ধ করতে চান, তার এবং তার প্রশাসনের কিছু সাম্প্রতিক মন্তব্য মিত্র ও কয়েকজন আইনপ্রণেতাকে উদ্বিগ্ন করেছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, ‘ইউক্রেনের জন্য ২০১৪ সালের পূর্বের সীমান্ত পুনরুদ্ধার করা বা ন্যাটোর সদস্যপদ পাওয়া যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে অবাস্তব হবে।’ 

ট্রাম্প এ বিষয়ে সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, এটি একটি ‘আকর্ষণীয় প্রশ্ন’ যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ইউক্রেনকে শান্তি আলোচনায় সমান অংশীদার হিসেবে দেখেন কিনা। তিনি বলেন, ‘আমি মনে করি, তাদের শান্তি স্থাপন করতে হবে। তাদের জনগণ মারা যাচ্ছে। এটি একটি ভালো যুদ্ধ নয়। আমি মনে করি, তাদের শান্তি আনতে হবে।’  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর