-67ca7acb317f7.jpg)
পবিত্র মাহে রমজানের রহমতের দশক চলছে। রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সে হিসাবে আজ শুক্রবার (৭ মার্চ, ৬ রমজান) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার ইফতারের সময় হলো ৬টা ৫ মিনিট এবং আগামীকাল শনিবাবার (৮ মার্চ, ৭ রমজান) সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৮ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ করে অথবা ৯ মিনিট বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।
এবারের সেহরি ও ইফতারের সম্পূর্ণ সময়সূচি দেখুন এখানে—
এমএইচএস