জাপার ইফতারে চীন-ভারতের রাষ্ট্রদূত, যায়নি অভ্যুত্থান পক্ষের দলগুলো

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ২৩:৩৬

রাজনীতিক ও কূটনীতিকদের সম্মানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের আয়োজিত ইফতারে ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিয়েছেন। তবে এই ইফতারে যাননি ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এই ইফতারে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ অন্যান্য কূটনীতিকরা অংশ নেন।
জি এম কাদের ইফতার-পূর্ব বক্তব্যে বাংলাদেশে চলমান রাজনৈতিক বিভাজনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এমন বিভাজন আমাদের সমাজকে ক্ষতবিক্ষত করছে। আমরা ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চাই, এটাই বাংলাদেশের চিরাচরিত ঐতিহ্য।’
২০২৩ সালের রমজানে বিএনপি দীর্ঘ ১০ বছর পর জাপার ইফতারে অংশ নিলেও এবার তারা অনুপস্থিত ছিল। শেখ হাসিনার সরকার পতনের দাবিতে সক্রিয় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের কোনো নেতাই জাপার এই ইফতারে যোগ দেননি।
তবে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীসহ আরও কয়েকজন নেতা।
কূটনীতিকদের মধ্যে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ রাশিয়া, যুক্তরাষ্ট্র, নরওয়ে, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ইরানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি।
জাপার শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের অন্যান্য নেতারা।
- এইচকে/ওএফ