Logo

রাজনীতি

অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে : জি এম কাদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০০:০৬

অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে : জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বর্তমানে দেশ ও জাতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে দেখছি, অহেতুক দ্বন্দ্ব আমাদের ঐক্যকে বিনষ্ট করছে।’

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত জাতীয় পার্টির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশ সবসময়ই ঐক্যের মাধ্যমে সামনে এগিয়েছে। আমাদের ইতিহাস বলে, যখনই জাতি ঐক্যবদ্ধ হয়েছে, তখনই আমরা বড় অর্জন করতে পেরেছি। কিন্তু বর্তমানে যে বিভাজন দেখা যাচ্ছে, তা আমাদের সমাজকে ক্ষতবিক্ষত করছে। এটি আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যে বাংলাদেশকে চিনি ও ভালোবাসি, সেখানে এমন ঘটনা অনভিপ্রেত। আমাদের জনগণ সর্বদা শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার মূল্য দিয়েছে। আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে।’

জাপার আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নরওয়ে রাষ্ট্রদূত, রাশিয়ার উপরাষ্ট্রদূত, নেপালের ফার্স্ট সেক্রেটারি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, কসোভো, ইতালি, আর্জেন্টিনা ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত।

রাজনৈতিক অঙ্গনের নেতাদের মধ্যে ইফতারে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাসদ (ইনু) যুগ্ম সম্পাদক মো. মহসিন, ভাইস প্রেসিডেন্ট জুয়েল রহমান এবং ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক হাফেজ্জী।

এছাড়া জাতীয় পার্টির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।

  • এইচকে/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর