Logo

চাকরি

পিআইবিতে কাজের সুযোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:৪০

পিআইবিতে কাজের সুযোগ

কাজের সুযোগ দিচ্ছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। প্রতিষ্ঠানটি তাদের গবেষণা ও প্রকাশনা বিভাগের আওতায় ফ্যাক্ট চেক, মিস-ডিজ-ম্যালইনফরমেশন, মিডিয়া অ্যানালাইসিস এবং রিসার্চ টিমের‌ জন্য দক্ষ, টেক স্যাভি কর্মী ও টিম লিডার খুঁজছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ তার ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

তিনি তার পোস্টে লিখেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ গবেষণা ও প্রকাশনা বিভাগের আওতায় ফ্যাক্ট চেক, মিস-ডিজ-ম্যালইনফরমেশন এবং মিডিয়া অ্যানালাইসিস ও রিসার্চ টিমের‌ জন্য দক্ষ, টেক স্যাভি আর মাথা পরিষ্কার কর্মী ও টিম লিডার খুঁজছে।

সাংবাদিকতায় মাস্টার্স এবং মিডিয়ায় কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

ডিআর/এটিআর/এমএইচএস
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর