ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ২৪ কারাবন্দির মুক্তি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৮:২৭
-67e8ac16a2f38.jpg)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এই ২৪ জন বন্দি এরই মধ্যে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করেছেন।
শনিবার (২৯ মার্চ) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
এদের মধ্যে ২২ জন বন্দিকে ৫৭৯ ধারায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়। এ ছাড়া আরও দুইজনকে ভালো কাজের জন্য মুক্তি দেওয়া হয়।
এনএমএম/বিএইচ