সারাদেশে নিম্ন আদালতের অবকাশকালীন ছুটি শুরু
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:১১
ছবি : সংগৃহীত
সারাদেশে নিম্ন আদালতের অবকাশকালীন ছুটি শুরু হয়েছে সোমবার (০২ ডিসেম্বর) থেকে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আদালতগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।
সারাদেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং এর অধীনস্ত সব আদালতে অবকাশকালীন ছুটি চলবে।
তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ ছুটির আওতার বাইরে থাকবে। এখানে স্বাভাবিক কার্যক্রম চলবে।
জরুরি মামলা নিষ্পত্তির জন্য ঢাকার জেলা ও দায়রা জজের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী ০৪, ০৫, ১১, ১২, ১৮, ১৯, ২৬ ও ২৯ ডিসেম্বর শুনানি চলবে।
এছাড়া, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহীম মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী ০৪, ০৫, ১১, ১২, ১৮, ১৯, ২৩ ও ২৪ ডিসেম্বর অবকাশকালীন শুনানি চলবে।
তবে, চিরায়ত নিয়মের বাইরে এবারই প্রথম দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেইউ/এমএইচএস