Logo
Logo

জাতীয়

সাঈদ খোকনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬

সাঈদ খোকনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন, স্ত্রী ফারহানা সাঈদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অন্য দুইজন হলেন, সাঈদের বোন শাহানা হানিফ ও তার স্বামী জাবেদ আহমেদ। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ ডিসেম্বর) অবকাশকালীন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. ইব্রাহিম মিয়া ওই আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহাম্মদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান আবেদন করেন।

বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ ও জাবেদ আহমেদের নামে ব্যাংক হিসাবগুলোতে কর্পোরেশনের অন্য কর্মকর্তাদের অস্বাভাবিক লেনদেনসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ে দেশে বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য রয়েছে। বর্তমান বাস্তবতায় তারা দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশ গমন রহিত করা জরুরি।

জেইউ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর