Logo

লাইফস্টাইল

৮ অভ্যাসই আমূল বদলে দেবে আপনার জীবন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৬:৪৩

৮ অভ্যাসই আমূল বদলে দেবে আপনার জীবন

কোলেস্টেরল শরীরের জন্য অপরিহার্য। তবে অতিরিক্ত কোলেস্টেরল নানা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। কোলেস্টেরল দুটি ধরনের হয় : HDL (ভালো কোলেস্টেরল) এবং LDL (খারাপ কোলেস্টেরল)। শরীরে অতিরিক্ত LDL কোলেস্টেরল হৃদরোগ ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে। তবে সঠিক অভ্যাস ও খাদ্যাভ্যাস পরিবর্তন করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এখানে ৮টি অভ্যাস দেওয়া হয়েছে। যা নিয়মিত অনুসরণ করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে:

১. গরম লেবু জল পান করুন : সকালে খালি পেটে এক চা-চামচ তাজা লেবুর রস গরম পানিতে মিশিয়ে পান করুন। এটি শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং LDL কমাতে সহায়তা করে।

২. ফাইবার সমৃদ্ধ ব্রেকফাস্ট : ওটস, আপেল, কলা, চিয়া সিড, ব্রাসেলস স্প্রাউট ইত্যাদি ফাইবার সমৃদ্ধ খাবার সকালের নাশতায় অন্তর্ভুক্ত করুন। এগুলো রক্তে কোলেস্টেরল শোষণ কমাতে সহায়ক।

৩. বাদাম খাওয়ার অভ্যাস : প্রতিদিন সকালে এক মুঠো বাদাম, আখরোট বা ফ্ল্যাক্সসিড খান। এগুলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা HDL বাড়ায় এবং LDL কমায়।

৪. হাঁটা অভ্যাস করুন : প্রতিদিন ২০–৩০ মিনিট দ্রুত হাঁটুন। এটি HDL বাড়ায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৫. যোগব্যায়াম বা স্ট্রেচিং : প্রতিদিন ১০–১৫ মিনিট যোগব্যায়াম বা স্ট্রেচিং করুন। বিশেষভাবে ভুজঙ্গাসন ও সেতুবন্ধাসন ধমনীতে রক্তপ্রবাহ উন্নত করে।

৬. গ্রিন টি পান করুন : কফির পরিবর্তে গ্রিন টি পান করুন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট LDL কোলেস্টেরল কমাতে সহায়তা করে।

৭. চিনি এড়ানো : সকালের খাবারে চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়ানো উচিত। প্রাকৃতিক মিষ্টি যেমন মধু বা তাজা ফল খাওয়া ভালো।

৮. ধূমপান বন্ধ করুন : ধুমপান খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়। ধুমপান বন্ধ করলে মাত্র ২০ মিনিটের মধ্যে রক্তচাপ এবং হৃদযন্ত্রের গতি স্বাভাবিক হয়ে যায়।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর