ওষুধের ঝামেলা শেষ, ত্বকের মাধ্যমেই শরীরে ঢুকবে ভিটামিন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:৫৬

ছবি : সংগৃহীত
কম বেশি সবার শরীরেই ভিটামিনের অভাব দেখা যায়। সেই অভাব পূরণ করতে আমরা অনেকেই ইঞ্জেকশন বা ওষুধের সাহায্য নিয়ে থাকি। তবে এখন আর খাওয়ার ওষুধ অথবা ইঞ্জেকশনের মাধ্যমে নয় শরীরের যে কোনও জায়গায় প্যাচ লাগিয়ে নিলেই ত্বকের মাধ্যমে দ্রুত ভিটামিন ঢুকে যাবে শরীরে।
শুনতে অবাক লাগলেও 'ভিটামিন প্যাচ' নামের এই চমকপ্রদ জিনিসটি পাওয়া যাচ্ছে বাজারে। এর মধ্যে জেলের মতো উপাদান থাকে। ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ উপাদান দেওয়া থাকে এতে। ফলে হাতে, পেটে অথবা শরীরের যে কোনো জায়গায় লাগিয়ে নিলেই এর থেকে ভিটামিন ও খনিজ ত্বকের রন্ধ্রের মধ্যে দিয়ে সরাসরি শরীরে ঢুকে রক্তে গিয়ে মিশে যাবে।
এ বিষয়ে ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এর তথ্য বলছে, খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কারও যদি খাওয়ার ওষুধ গিলতে সমস্যা হলে ভিটামিন প্যাচ ব্যবহার করা যেতে পারে।
তাছাড়াও খাদ্যনালিতে সংক্রমণ বা লিভারের অসুখে যারা ভুগছেন এবং অপুষ্টিজনিত রোগে ভুগলে এই ভিটামিন প্যাচ কার্যকরী হতে পারে। এক্ষেত্রে ভিটামিন প্যাচ লাগিয়ে রাখলে দিনভর অল্প অল্প করে ভিটামিন শরীরে ঢুকবে। প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি হবে না।
তবে যেখানে সুবিধা থাকে সেখানে অসুবিধাও থাকবে। ভিটামিন প্যাচের গ্রহণযোগ্যতা নিয়ে চিকিৎসকদের মধ্যে দ্বিমত রয়েছে।অনেকেই বলেন, খাওয়ার ওষুধের মতো কার্যকরী নয় ভিটামিন প্যাচ। কারণ, সব রকম ভিটামিন প্যাচের মাধ্যমে শরীরে যাওয়া সম্ভব নয়।
ভিটামিন ডি ও ভিটামিন বি১২ ত্বকের মাধ্যমে শরীরে দ্রুত ঢুকতে পারবে। কিন্তু যে সব ভিটামিনের অণুর আকার বড়, যেমন ভিটামিন এ, ই, কে এবং সি, সেগুলি প্যাচের মাধ্যমে অত তাড়াতাড়ি শরীরে ঢুকতে পারবে না। এমনকি কী পরিমাণে ভিটামিন শরীরে ঢুকবে, তা নির্ধারণ করা সম্ভব নয়।
এক দিনে বেশি ডোজে ভিটামিন শরীরে গেলে তার নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাছাড়াও দীর্ঘ সময় লাগানো থাকলে তা থেকে ত্বকে চুলকানি বা অ্যালার্জি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেবল প্যাচ কিনে লাগিয়ে নিলে কিন্তু উল্টো ফল হতে পারে।
টিএ