বৃষ্টি মেখে গায়ে
হাঁটছি পায়ে পায়ে
তোমার হাতে আমার এ-হাত রেখে।
সুড়সুড়ি ওই হাওয়ায়
মেঘপরিদের গাওয়ায়
ভরছি দুচোখ তোমায় দেখে দেখে।
এ তো ভীষণ আষাঢ়
সময় ভালোবাসার
বৃষ্টিরে তুই আয় না ঝেঁপে ঝেঁপে।
দাও ভাসিয়ে দুকূল
ঝড়ে পড়া বকুল
ভালোবাসা না দিব আজ মেপে।
ফুল চিনি না আজি
রাখছি জীবন বাজি
কলাপাতার ঢেউ তোলানো ডাকে।
ভিজছে গাছের পাখি
চুপিচুপি ডাকি
তোমায় ছাড়া বাসবো ভালো কাকে?
এমএইচএস