Logo
Logo

জীবনানন্দ

কবিতা

শরতের বরিষণে

Icon

আসাদুজ্জামান খান মুকুল

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৭

শরতের বরিষণে

শরৎ গগনে মেঘ করেছে খেলা,

গুরু গুরু হুংকারে সারাটা বেলা।

মেঘেরা বিবুনি খুলে পবনে উড়েছে দুলে,

ছন্দের ঢেউ তুলে ভাসায় ভেলা,

বিমোহিত হয়ে দেখি আমি একেলা!

অবিরাম বরিষণ ঝরে অঝোরে, 

শেফালিকা ফুটে আছে থরে বিথরে,

ওই কুসুমের ঘ্রাণ উতলা করেছে প্রাণ!   

ফুঁসে উঠে প্রেমো বান হৃদ গভীরে, 

নিজেকে সামলে রাখি কেমন করে?

চকিত চমকে চাই জানলা ধারে,

দেখি কে যে আধো ভিজে এলো আহা রে!

কপালে অলক রাশি!মুখেতে মধুর হাসি!

সুধাইছে গৃহে আসি? সে যে আমারে।

তাহারে হেরিয়া প্রাণ হয় হরষা!

বোধে আসে কেটে গেছে ঘোর তমসা!

স্মিত হেসে বলি তারে এসো গো সজনি ধারে

তোমাতেই মন কাড়ে ওগো সরসা!

আমার জীবনে তুমি হলে ভরসা!

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর