শরৎ গগনে মেঘ করেছে খেলা,
গুরু গুরু হুংকারে সারাটা বেলা।
মেঘেরা বিবুনি খুলে পবনে উড়েছে দুলে,
ছন্দের ঢেউ তুলে ভাসায় ভেলা,
বিমোহিত হয়ে দেখি আমি একেলা!
অবিরাম বরিষণ ঝরে অঝোরে,
শেফালিকা ফুটে আছে থরে বিথরে,
ওই কুসুমের ঘ্রাণ উতলা করেছে প্রাণ!
ফুঁসে উঠে প্রেমো বান হৃদ গভীরে,
নিজেকে সামলে রাখি কেমন করে?
চকিত চমকে চাই জানলা ধারে,
দেখি কে যে আধো ভিজে এলো আহা রে!
কপালে অলক রাশি!মুখেতে মধুর হাসি!
সুধাইছে গৃহে আসি? সে যে আমারে।
তাহারে হেরিয়া প্রাণ হয় হরষা!
বোধে আসে কেটে গেছে ঘোর তমসা!
স্মিত হেসে বলি তারে এসো গো সজনি ধারে
তোমাতেই মন কাড়ে ওগো সরসা!
আমার জীবনে তুমি হলে ভরসা!
এমএইচএস